করোনার আতঙ্কের মাঝেই আছড়ে পড়েছিল প্রাকৃতিক দুর্যোগ আমফান। গোটা বাংলাকে নিমেষের মধ্যে তছনছ করে দিয়েছিল এই ঘূর্ণিঝড়। কয়েক ঘণ্টার তণ্ডবেই ক্ষতিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি গ্রাম। ভেঙ্গে পড়েছে বহু মানুষের ঘরবাড়ি, জলের তলায় রয়েছে চাষের জমি। প্রকৃতির এই লীলা খেলায় সরকারের দ্বারস্ত হয় সাধারণ মানুষ।
আমফানের পরবর্তীতে সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়ে তাঁদের সাহায্যের আশ্বাস দিয়েছিল সরকার। কিন্তু সরকার আশ্বাস দিলেও, এখনও তাঁদের কাছে কোন রকম সাহায্য আসেনি বলে অভিযোগ করেছে দক্ষিণ ২৪ পরগণার সাগর থানার ধসপাড়া সুমতি নগর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। আমফানের পরবর্তী ১ মাস কেটে গেলেও মেলেনি কোন ক্ষতিপূরণ। সরকাররে পাশে দাঁড়াবে বলেও, বাড়িয়ে দেয়নি সাহায্যের হাত।