মৃত তাপস-রাজেশের তদন্তে সিবিআই তদন্ত হবে সাফ জানিয়ে দিলেন উত্তরদিনাজপুরের সাংসদ দেবশ্রী চৌধুরী

রাজ্যের ক্ষমতায় বিজেপি আসলে দারিভিটের ঘটনায় মৃত তাপস-রাজেশের তদন্তে সিবিআই তদন্ত হবে বলে এদিন সাফ জানিয়ে দিলেন উত্তরদিনাজপুরের সাংসদ দেবশ্রী চৌধুরী।সাংসদের অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআই তদন্তে সমর্থন জানান নি। তাই বিজেপি সরকার আসলে টা অনুমোদন করা হবে বলে জানান সাংসদ। বৃহস্পতিবার ইসলামপুরে এসে দাড়িভিট কান্ড সম্পর্কে এমনই জানালেন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ প্রতিমন্ত্রী তথা রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী।

পাশাপাশি তিনি ইসলামপুরের পুরাতন বাস স্ট্যান্ড সহ বিভিন্ন জায়গায় বিজেপির দেওয়াল লিখন প্রসঙ্গে বলেন,নির্বাচনে বড় ভূমিকা পালন করে দেওয়াল লিখন। তবে পশ্চিমবঙ্গে দেওয়াল লিখনকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর ঘটনাও ঘটে। এ ক্ষেত্রে আমরা কোন হিংসার আশ্রয় নেব না ।তিনি বলেন, বিগত এক মাস ধরে চলছে প্রতি বুথে দেওয়াল লিখন। এবং প্রতিটি বুথে পাঁচটি করে দেওয়াল লিখন করা হচ্ছে। এই পর্বে সমস্ত নেতৃত্ব অংশ নিচ্ছেন। এভাবেই আগামী বিধানসভা ভোটে জেতার জন্য যে প্রেরণা তাতে উৎসাহিত হচ্ছে কর্মী-সমর্থকেরা। উল্লেখ্য এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিজে ও অন্যান্য নেতৃত্বর সাথে দেওয়াল লিখনে অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *