আর মাত্র কয়েকদিন বাকি দূর্গা পূজার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে মূর্তি তৈরির কাজ। তবে শিলিগুড়ি কুমারটুলি এলাকায় কাজের ক্ষেত্রে নানান অসুবিধার সম্মুখীন হতে হয় মৃত্তিকা শিল্পীদের। সেই সকল অসুবিধার মধ্যে অন্যতম শৌচাগারের সমস্যা । বহুদিন ধরেই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তাঁরা।
এই বার সেই অসুবিধার থেকে শিল্পীদের মুক্ত করতে তত্পর শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান নান্টু পাল। এইদিন তিনি শিলিগুড়ি কুমারটুলি এলাকায় গিয়ে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি কুমারটুলির এই সমস্যাকে তুলনামূলকভাবে লাঘব করবে বলেই মৃত্তিকা শিল্পীরা আশাবাদী।