মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ না মেলায় হাইটেনশন বিদ্যুৎ তৈরির কাজ বন্ধ করে দিলেন বিক্ষুব্ধ জনতা

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ না মেলায় হাইটেনশন বিদ্যুৎ তৈরির কাজ বন্ধ করে দিলেন বিক্ষুব্ধ জনতা। উল্লেখ্য গত কয়েকমাস আগে নবীর জন্মদিন উপলক্ষে ঈদের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় বাসে লাগানো বিশাল আকারের কাঁচাবাসে লাগানো পতাকার সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয় ওই বাসটি।ঘটনায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় একাধিক পড়ুয়া, মানুষ। সরকারি ভাবে ক্ষতিপূরণের আশ্বাস দেওয়ার পরও তা না মেলায় সরকারি কাজ আটকে দিল এলাকার বাসিন্দারা। এমনই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ইসলামপুরের শিয়ালতোরে।

তাদের দাবি, প্রতিশ্রুতির পেরিয়ে গেছে কয়েক মাস। মাথাপিছু পনেরো থেকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি পূরণের কথা থাকলেও এখনো পর্যন্ত এক পয়সাও আসেনি। এমনকি এ বিষয়ে তারা সবুজ সংকেতও পাননি। কোনও। উল্লেখ্য, ওই এলাকায় হাই টেনশনের তারের খুঁটি নিচু থাকাতেই তাতে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় একাধিক পড়ুয়ার ।তাই বর্তমানে ওই ছোট টাওয়ার বদলে হাই টেনশন এর বৃহত্তম টাওয়ার নির্মাণের কাজ চলছে।এদিন সেসব কাজ চলাকালীন আটকে দিয়ে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। এ দিন তাই এলাকার মহম্মদ আজিজ সহ পথে নামল একাধিক মহিলারাও। এদের মধ্যে অনেকেই রয়েছে চিকিৎসাধীন ।খেটে খাওয়া মানুষগুলো স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার দরবার করলেও ক্ষতিপূরণ পাওয়া তো দূর অস্ত এমনকি তাদের কোনো খোঁজখবর নিতে তারা আসেননি বলেও অভিযোগ। যারা জখম হয়েছিলেন ঘটনায় তাদের অর্থের অভাবে চিকিৎসা করা যাচ্ছে না বলে জানিয়েছেন ক্রন্দনরত মহিলারা। এমনকি ক্ষতিপূরণ না পেলে পরিবারসহ সকলেই মৃত্যুবরণ করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *