মিলল নতুন গ্রহের সন্ধান!

খোঁজ মিললো এক নতুন গ্রহের। জ্যোতির্বিজ্ঞানীরা সেটির অবস্থান পেয়েছেন আমাদের সৌরজগৎ থেকে বহুদূরে।

দূরত্ব পৃথিবী থেকে ৯০ আলোকবর্ষ। ‘ লাল বামন ‘অবস্থা প্রাপ্ত নক্ষত্রের চারিদিকে সেটি ক্রমাগত পাক খাচ্ছে। প্রদক্ষিণ করতে সেই গ্রহের সময় লাগছে মাত্র ২৪ দিন। এটি একটি অন্যতম ঠান্ডা গ্রহ। নেপচুনের আকারে এই গ্রহটির আবহাওয়া মূলত গ্যাসীয়। আকারে পৃথিবীর প্রায় সাড়ে ৩ গুণ হওয়ার কারণে ৫৭ ডিগ্রী সেলসিয়াস মাত্রাসম্পন্ন এই গ্রটি শেষপর্যন্ত নিষ্প্রাণ বলেই ধারণা নাসা বিজ্ঞানীদের। এই গ্রহের মৌল গুলি এখনো প্রাথমিক অবস্থায় রয়েছে ফলে গ্রহটি নাসা বিজ্ঞানীদের কাছে কৌতূহলের বস্তু হয়ে উঠছে।

টেলিস্কোপ এর সাহায্যে গ্রহটিকে পর্যবেক্ষণ করা সহজ হবে। এবং এর চরিত্র বিশ্লেষণ করে গ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যাবে কিনা তা দেখবেন বিজ্ঞানীরা। সৌরজগতে যে পৃথিবী ছাড়া আর কোথাও প্রাণের অস্তিত্ব নেই তা পরিষ্কার বোঝা গেছে। ফলে দূরের নক্ষত্র মন্ডল এ গ্রহ খুঁজে পেলে সেখানে প্রাণের অস্তিত্ব থাকতে পারে কি-না তা বুঝতে এই ধরনের পর্যবেক্ষণ কাজে আসবে বলে মনে করেন নাসা বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *