মাস্ক নিয়ে সতর্ক করতে আবারো পথে শিলিগুড়ি পুলিশ

মাস্ক এখন নিত্যপ্রয়োজনীয়। বাড়ির বাইরে বেরোতে গেলেই লাগবে মাস্ক। ডাক্তাররা মাস্ককে জীবনের একটি অঙ্গ করে নিতে বলেছেন এই করোনার প্রেক্ষাপটে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘোষণা করেছেন এবার পুজোতে মাস্ক পরেই বেরোতে হবে। আর এইবিষয়টি দেখার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। সেই মতো পুজোর আগে থেকেই মানুষ যাতে মাস্ক ব্যবহার করে , তার তদারকি শুরু করে দিলেন এখন থেকেই। কারন এখনো বেশকিছু মানুষের মাস্ক পরতে অনীহা দেখা যাচ্ছে। হাটে বাজারে এই দৃশ্য প্রায়ই চোখে পরছে। কেউ মাস্ক।নিয়ে বাইরে বেরোলেও ঠিকভাবে মাস্ক নাকে।দিচ্ছেনা এমন চিত্র হামেশাই লক্ষ করা যাচ্ছে বলে সূত্রের খবর।

পুজোতে ঠাকুর দেখতে বেরিয়েও পড়তে হবে মাস্ক ।রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে রাজ্যবাসীকে এমনটাই অনুরোধ করা হয়েছে।করোনার হাত থেকে রক্ষা পেতে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার আমাদের কড়তেই হবে।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও রাজ্যবাসীকে এমনই অনুরোধ করেছেন।পুজোর আগেই মানুষকে আবারো সতর্ক করতে পথে নামল রাজ্য পুলিশ প্রশাসন।শুক্রবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ড এর উদ্যোগে পথে চলাচলকারী সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হলো মাস্ক।আর সেই সমস্ত মানুষদের কেই সচেতন করতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা এবং ট্রাফিক গার্ডের কর্মীদের দেখা গেল হাতে মাস্ক তুলে দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *