মালিক-শ্রমিক পক্ষের বিরোধের জেরে বন্ধ হয়ে গেল চা-ফ্যাক্টরি

মালিক-শ্রমিক পক্ষের বিরোধের জেরে বন্ধ হয়ে গেল চাবাগানের ফ্যাক্টরি। জানা গেছে ন্যায্য মজুরি এবং পিএফ নিয়ে অনেক দিন ধরে সমস্যা চলছিল রাজগঞ্জ ব্লকের ফাটাপুকুর নবভারত চা-কারখানায়। জানা গেছে এই কারখানায় প্রায় দুশো লোক কাজ করতেন। কারখানার শ্রমিকদের অভিযোগ , বারো ঘন্টা খাটিয়ে মাত্র ১৯০ টাকা পারিশ্রমিক দিত মালিক পক্ষ । দীর্ঘদিন ধরে তারা দৈনিক মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসছে।

বিগত পাঁচদিন ধরে শ্রমিকরা তাদের দাবিতে অনড় থাকায় মালিক কারখানা বন্ধ করে দেয়। এনিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিকদের মধ্যে। এদিকে ফাক্টারী বন্ধ হয়ে যাওয়াতে সমস্যায় পড়েছেন শ্রমিকেরা।কবে বাগান খুলবে সেদিকে তাকিয়ে শ্রমিকেরা।এদিকে বাগান চালু করার উদ্যোগ গ্রহণ করেছে শ্রমিক সংগঠন। শুক্রবার জলপাইগুড়ি শ্রম দফতরে দারস্থ হলেন শ্রমিক সংগঠনের প্রতিনিধি ও শ্রমিকেরা।যদিও এদিন মালিক পক্ষ না আসায় ফ্যাক্টারী চালু হল না বলে জানালেন জলপাইগুড়ি তরাই ডুয়ার্স প্ল্যানটেশন ওয়ার্কার ইউনিয়নের কার্যকরী সভাপতি স্বপন সরকার।তিনি বলেন,”কয় দিনের মধ্যে বৈঠক করে ফাক্টারী চালু করার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *