অনেকদিন থেকে কিডনির রোগে ভুগে অবশেষে মারা গেলেন উত্তরবঙ্গের খ্যাতনামা বংশীবাদক নকুল বর্মন । তিনি দীর্ঘ চারবছর যাবদ এই কিডনির রোগে ভুগছিলেন ।বিখ্যাত এই বংশীবাদকের বাড়ি কোচবিহারের দিনহাটায় ।নকুল বাবু দীর্ঘ দিন প্রসার ভারতী রেডিও অনুষ্ঠানে বাঁশি বাজাতেন । আকাশ বাণী শিলিগুড়িতে ১৯৮৪ সালে বংশীবাদক হিসাবে কাজ শুরু করেন তিনি । পরবর্তীকালে জলপাইগুড়ি দূরদর্শনের অনুষ্ঠানেও বাঁশি বাজান।
দীর্ঘ চারবছর ধরে শয্যাশায়ী প্রখ্যাত বংশীবাদক নকুল বর্মন প্রবল আর্থিক অনটনে পড়েন। তাঁর আর্থিক অনটনের খবর স্থানীয় খবরের চ্যানেল মারফত প্রচারিত হলে নবান্ন মারফত সাহায্যের আশ্বাসও পান তিনি। কিন্তু গত বৃহস্পতিবার শারীরিক অসুস্থতায় হার মেনে অবশেষে পরলোক গমন করলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ উত্তরের শিল্পী মহল। দুইবাংলা , অসম সহ দেশবিদেশের বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজ করেছিলেন তিনি। এমন একজন প্রতিভাধর মানুষকে হারানোয় উত্তরের শিল্পজগতে অপূরণীয় ক্ষতি হলো বলে বিশেষজ্ঞ মহলের অভিমত।