মানুষদের হাতে জমির পাট্টা তুলে দিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী

রেলের জমি এবং খাস জমিতে বসবাসকারী মানুষদের হাতে জমির পাট্টা তুলে দিলেন আলিপুরদুয়ার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা। আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তীর উদ্যোগে এই পাট্টা বিলি বলে জানা গেছে। এদিন রবীন্দ্র ভবনে পাঁচটি কলোনীর শতাধিক মানুষের হাতে এই পাট্টা তুলে দেন বিধায়ক এবং জেলাশাসক।

বিধায়ক সৌরভ চক্রবর্তী জানান,আজকের দিন আলিপুরদুয়ার জেলার ঐতিহাসিক একটা দিন যা আজ প্রথম মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণা রেল জমিতে বসবাসকারী দের হাতেও পাট্টা বিলি করা হয় ৷আজ পাচটি এলাকা দমনপুর ,অরবিন্দ কলোনী ,জীবন দত্ত,মনোজিৎনগর,দেশবন্ধু পল্লী কলোনীর লোকদের দেওয়া হয়,এর পর প্রিতিটি এলাকায় গিয়ে পাট্টা বিলি করা হবে৷তবে এদিন বিজেপির সাংসদ থেকে শুরু করে নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *