মাটি চাপা পড়ে হস্তী শাবকের মৃত্যু।

ডুয়ার্সের দেবপাড়া চাবাগানে মৃত এক হস্তীশাবক উদ্ধার হল। জানা গেছে চাবাগানের শ্রমিকরা বাগানে কাজ করার সময় একটি মৃত হস্তীশাবককে দেখতে পেয়ে খবর দেন বনবিভাগকে ।বনদপ্তর সুত্রে জানা গেছে সকালে কাজে যোগ দিতে এসে হস্তী শাবকটির মৃতদেহ দেখতে পেয়ে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডে খবর দেয় চা শ্রমিকেরা। খবর পাবার সাথে সাথে টিম নিয়ে ছুটে আসেন বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায়। এলাকায় পৌঁছে তিনি দড়ি দিয়ে ঘিড়ে দেন এলাকাটি। এরপর তিনি খবর দেন ভেটেনারি চিকিৎসককে।

রেঞ্জার শুভাশিস রায় জানান গতকাল রাতে রেতির জঙ্গল থেকে প্রায় ২০ টি হাতির একটি দল বের হয়েছিলো। দলটি তাদের করিডর ধরে দেবপাড়া চা বাগান হয়ে লক্ষী পাড়ার জঙ্গলের দিকে যাচ্ছিলো। ঐসময় কোনো ভাবে চা বাগানের নালায় পড়ে যায় মাসখানেক বয়সী এই শাবকটি। এরপর তাকে নালা থেকে উপরে তোলার চেষ্টা করে হাতির দলটি। তখন হাতির পায়ের চাপায় মাটি ধসে চাপা পড়ে হস্তিশাবকটি বলে প্রাথমিক অনুমান আমাদের। বাকিটা এর দেহের ময়নাতদন্তের পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।ঘটনায় শোকের ছায়া পরিবেশ কর্মী মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *