শিবমন্দিরে এলাকায় একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ সহ একাধিক দাবিতে আজ মাটিগাড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল এসএফআই সংগঠনের ছাত্ররা । বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিডিও রুনু রায়কে একটি স্মারকলিপি প্রদান করে ।তাদের দাবি,আঠারখাই এলাকায় একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করতে হবে এবং বালাসন আপার প্রাইমারি স্কুলকে অবিলম্বে মাধ্যমিক স্তরে উত্তরণ করতে হবে । তারা আরো বলেন,তাদের দাবি না মেনে নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পরিচালিত হবে।
মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ এসএফআই এর
