নাসকম ফাউন্ডেশন, সেফটি ট্রাস্ট ও ইউএন উওমেন-এর সহযোগিতায় ভোডাফোন আইডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে লঞ্চ্ হল মাইঅম্বর অ্যাপ। এক ভার্চুয়াল ইভেন্টের মধ্য দিয়ে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মাইঅম্বর (অর্থ আমার আকাশ) হল ভারতের মহিলাদের সুরক্ষা ও ক্ষমতায়নের লক্ষ্যে গড়ে তোলা একটি সমাধান। এটি তৈরি হয়েছে ‘কানেক্টিং ফর গুড প্রোগ্রাম’-এর আওতায়, যার উদ্দেশ্য হল হিংস্রতার বিরুদ্ধে মহিলাদের অবহিত করতে ও রুখে দাঁড়াতে সাহায্য করা। মাইঅম্বর অ্যাপ ইংরেজি ও হিন্দিতে পাওয়া যাবে। এতে গুরুত্বপূর্ণ হেল্পলাইন নম্বর ও পরিষেবা প্রদানকারীদের সন্ধান পাওয়া যাবে। সেইসঙ্গে থাকবে মহিলাদের বর্তমান অবস্থানগত পরিস্থিতিতে ধাপে ধাপে ঝুঁকি নির্ণয় ও সেগুলি থেকে পরিত্রাণের ব্যাপারে সাহায্যের নির্দেশিকা। লিঙ্গবৈষম্যগত হিংসা বিষয়ে সকল মহিলাকে সাহায্য ও শিক্ষা দেবে মাইঅম্বর অ্যাপ, দেবে সহায়তার পরিষেবা। অধিক ঝুঁকির শিকার ও তা থেকে পরিত্রাণ পাওয়া মহিলাদের জন্য এক নিরাপদ স্থানের সন্ধান দেবে মাই অম্বর অ্যাপ, যাতে তারা অভিযোগ নথিভুক্ত করতে পারেন ও নিরপেক্ষ সাহায্য পেতে পারেন।