এবার পেঁয়াজের দাম বেড়ে দাঁড়াল ১০০। আর তাতেই পুজোর মধ্যেই কাঁদতে হচ্ছে মধ্যবিত্তকে। আগে ছিল ৭০ থেকে ৮০ টাকা পেঁয়াজ। পশ্চিমবঙ্গে অধিকাংশ পেঁয়াজ মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য থেকে আমদানি করা হয়। লেক মার্কেট, চারু মার্কেট, বালিগঞ্জ মার্কেট, মানিকতলা বাজার—সর্বত্রই এই দাম যাচ্ছে। সুতরাং কলকাতা থেকে গ্রামবাংলা এখন অস্থির অবস্থার মুখোমুখি হচ্ছে। বিক্রেতারা বলছেন জেলায় জেলায় পেঁয়াজের আগুন দামে কপালে ভাঁজ সকলেরই।