মধ্যবর্তী রাতে ফের অঞ্চল দখলের চেষ্টা চিন সেনার

গত শনিবার-রবিবারের মধ্যবর্তী রাতে পূর্ব লাদাখে প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার ‘প্ররোচনামূলক সামরিক গতিবিধি’ ধরে ফেলল ভারত, জানিয়েছেন সেনার জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ। যদিও ভারতীয় জওয়ানদের তৎপরতা এবং সতর্কতায় চিনের সেই চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সেনা।

সোমবার ভারতীয় সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পূর্ব লাদাখের সীমান্ত বিবাদ ঘিরে সামরিক ও কূটনৈতিক স্তরের আলোচনায় দু’দেশ যে ঐক্যমতে পৌঁছেছিল, গত শনিবার-রবিবারের মধ্যবর্তী রাতে তা লঙ্ঘন করেছে পিপলস লিবারেশন আর্মি।

বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে চিনা সেনার গতিবিধি আগেই রুখে দিয়েছে ভারতীয় বাহিনী, আমাদের অবস্থান শক্তিশালী করতে পদক্ষেপ করেছে এবং সীমান্তে একতরফাভাবে তথ্য পরিবর্তনের যে উদ্দেশ্য ছিল চিনের, তা আটকে দিয়েছে।’ তবে চিনের এই গা-জোয়ারি পদক্ষেপ যে ভারত মেনে নেবে না, তা স্পষ্ট করে দিয়েছে সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *