বোদাগঞ্জ ভ্রামরীদেবী মন্দিরে নির্মীয়মান অতিথিনিবাস তৈরির কাজ পরিদর্শনে গেলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। জানা গেছে জলপাইগুড়ির বোদাগঞ্জ একান্নপীঠ ভ্রামরী দেবীর মন্দিরে পুণ্যার্থীদের জন্য অতিথিনিবাস তৈরি করছে পর্যটন দপ্তর। সেই কাজ খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গেছে।এদিন মন্ত্রী জানান রাজ্যের পর্যটনদপ্তরের সহায়তায় মন্দিরের উন্নতিকল্পে এবং মন্দিরে আসা পুণ্যার্থীদের থাকা খাওয়ার সুবিধার জন্য অতিথিনিবাস তৈরি হচ্ছে। এর জন্য ৩ কোটি ৬৭ লক্ষ খরচ করা হচ্ছে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, ডি এফ ও, ডেপুটি ডিরেক্টর ট্যুরিজম, পর্যটন দপ্তরের বাস্তুকার সহ অন্যান্য সংশ্লিষ্ট আধিকারিকরা