কোভিড ভ্যাকসিন গবেষণায় অক্সফোর্ডের হাত ধরেছে ব্রিটিশ-সুইডিশ ফার্ম অ্যাস্ট্রজেনেকা। অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে পুণের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। তার জন্য ১৫০০ কোটি টাকার চুক্তি করেছে তারা। অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালের খবর প্রকাশের পরেই ভারতীয় সংস্থা সেরামের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, অগস্টেই ভারতে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়ে যেতে পারে মানুষের শরীরে। এই ভ্যাকসিনের দাম হয়তো হবে ১০০০ টাকা। আর এই সিদ্ধান্ত নিতে মাত্র ৩০ মিনিট সময় লেগেছে বলে জানিয়েছেন তিনি। সবুজ সঙ্কেত মিললেই ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হবে মানুষের শরীরে। পুনাওয়ালার কথায়, এখনও সম্পূর্ণ টেস্ট হয়নি এমন একটা ভ্যাকসিনের জন্য প্রায় ১৫০০ কোটি টাকা লাগিয়েছি আমরা। যদি পরের পর্যায়গুলির ট্রায়াল সফল না হয়, তাহলে পুরো স্টক নষ্ট করে ফেলতে হবে। অর্থাৎ পুরো ১৫০০ কোটি টাকা জলে যাবে বলেই জানিয়েছেন তিনি। দেশের মানুষের জন্যই এই ঝুঁকিটা নেওয়া।