মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে শিশুদের মধ্যে হু হু করে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ ৷ গত ১১ দিনে ৪৪ টি বাচ্চার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে৷ এরমধ্য ১৫ বছরের কম বিভিন্ন বয়সী খুদে রয়েছে ৷ ভোপালে আনলকের মধ্যে ১১ দিনে মোট ১২৯৬০ টি স্যাম্পেল টেস্ট হয়েছে ৷ এরমধ্যে ৭৬৭ জন পজিটিভ হয়েছেন ৷ এই পজিটিভ রিপোর্ট আসা রোগীদের মধ্যে ১৫ বছরের কম ৪৪ টি বাচ্চা রয়েছে৷ ১ বছর থেকে ১৫ বছর পর্যন্ত বাচ্চারা করোনা পজিটিভ হয়েছে৷ আর যদি ১৮ বছর পর্যন্ত অর্থাৎ মাইনর ধরা হয় তাহলে সংখ্যাটি বেড়ে ৫৬ হবে ৷ ১ বছরের পাঁচটি শিশুর করোনার করাল থাবায় আক্রান্ত ৷ জানা যাচ্ছে একেবারেই হালকা মনোভাব ও কোনওরকম নিয়মবিধি না মানার কারণেই শিশুদের মধ্যেও ছড়িয়েছে এই রোগ ৷ বাচ্চাদের বাঁচানোর জন্য বাড়ির বড়দের মাস্কের ব্যবহার, সামাজিক দূরত্ববিধি মানার করা ছিল ৷ এগুলো বড়রা সঠিকভাবে না মানার ফলেই এই কাণ্ড হয়েছে ৷