ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

ভোটের মরশুমে রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় সাড়ে ১৭০০ মানুষ। করোনার বলি হয়েছেন ৪ জন। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যানে কার্যত ঘুম উড়েছে রাজ্যবাসীর।বঙ্গে ভোটযুদ্ধ (West Bengal Assembly Elections) শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই দু’দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। তবে ৬ দফা বাকি। ফলে রাজনৈতিক দলগুলি জোরকদমে প্রচার চালাচ্ছে। সভাগুলিতে জমায়েত করছেন হাজার হাজার মানুষ। এছাড়া ট্রেনে-বাসে রীতিমতো বাদুরঝোলা হয়ে যাতায়াত করছে আমজনতা। অর্থাৎ দূরত্ব বিধি কার্যত শিকেয়! মাস্ক ছাড়াই পথে নামছেন অনেকে। রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৩ জন। তার মধ্যে ৫১৩ জনই কলকাতার। অর্থাৎ সংক্রমণের নিরিখে প্রথম স্থানে তিলোত্তমা। অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। যা আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মনে। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সেখানকার ৩৩১ জন। তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। সেখানে সংক্রমিত ১৭৩ জন। চতুর্থ স্থানে হাওড়া। এই একদিনে করোনা থাবা বসিয়েছে সেখানকার ১৫৯ জনের শরীরে। কালিম্পং ও ঝাড়গ্রাম বাদে বাকি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫, ৮৯, ৯২২। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৪ জনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *