একদিকে পেট্রোলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি অন্যদিকে পুলিশি অত্যাচার এবং হয়রানিতে ক্ষুব্ধ তরাইয়ে ট্রাক চালক ইউনিয়ন তরাই চালক সংগঠনের সদস্যরা আজ বিক্ষোভ প্রতিবাদ দেখাল। জানা গেছে এদিন সমস্ত ট্রাক চালকরা দাগাপুর থেকে দার্জিলিং মোড় পর্যন্ত বিক্ষোভ দেখায়। মিছিলে প্রচুর সংখ্যায় চালকরা অংশ গ্রহণ করেন ।
সংগঠনের সম্পাদক মেহবুব খান বলেন, যাত্রী ভাড়া বৃদ্ধি ,পুলিশের অত্যাচার বন্দ করা সহ বিভিন্ন দাবী নিয়ে আজ সংগঠনের তরফে একটি মিছিল বের করা হয়। তিনি জানান পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ যাত্রী ভাড়া বাড়ানো হচ্ছে না । যাতে চালক ও গাড়ি মালিকদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে । তিনি জানান লকডাউন এর সময় দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায় গাড়ি চালকদের প্রচুর সমস্যায় পড়তে হয়েছে ।