ভারতে ডিজিটাইজেশনের হার বাড়ছে

ফ্লিপকার্টের দ্য বিগ বিলিয়ন ডেজ-এর প্রথম দিন থেকেই দেশ ডিজিটাইজেশনের দিকে আরও এগিয়ে যাচ্ছে বলে জানা গেল। এই উৎসবের মরশুমে ফ্লিপকার্ট যখন তার গ্রাহক, বিক্রেতা, এমএসএমই ও হস্তশিল্পীদের দিকে নজর নিবদ্ধ রেখেছে, সেইসময়ে এই চিত্র উঠে এসেছে।  মেট্রো ও টিয়ার ২ শহরগুলির নতুন গ্রাহকদের ৫০ শতাংশ টিয়ার ৩ প্লাস শহরের। টিয়ার ৩ শহরগুলির নতুন গ্রাহকদের কেনাকাটার ৫৩ শতাংশ হোম ক্যাটাগরির। লার্জ অ্যাপ্লায়েন্সেস ও বিউটি অ্যান্ড জেনারেল মার্চেন্ডাইজের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে নতুন গ্রাহকদের কেনাকাটায়। 

টিয়ার ২ ও অন্যান্য শহরগুলির বিক্রেতাদের সঙ্গে নিয়ে এমএসএমই-গুলিও ঘুরে দাঁড়িয়ে ই-কমার্সের বৃদ্ধি ঘটাচ্ছে। ২৫৫০টি পিনকোড এলাকার স্থানীয় এমএসএমই-গুলির কাছে চাহিদা আসছে দেশের বিভিন্ন স্থান থেকে এবং এবারের বিবিডি’তে ১৬৭টি নতুন শহরের বিক্রেতারা এবারই প্রথম ই-কমার্সে যোগ দিয়েছেন। প্রায় ৬০ শতাংশ বিক্রেতা টিয়ার ২ ও ছোটো শহরের বাসিন্দা, যেমন তালচের, ভেলুর, সোহাগপুর ও সিন্দি। সবচেয়ে বেশি সক্রিয় বিক্রেতারা এসেছেন জয়পুর, সুরাট ও পানিপতের মতো টিয়ার ২ শহরগুলি থেকে। ডিজিটাল ইন্ডিয়ার প্রতি প্রবণতা বাড়তে দেখা যাচ্ছে। প্রিপেড লেনদেনের ক্ষেত্রে ৭৫ শতাংশ বৃদ্ধি পরিলক্ষিত হচ্ছে, যাথে বোঝা যায় ডিজিটাল পেমেন্টের দিকে ঝোঁক বাড়ছে। উৎসবের প্রাক্কালে ইএমআই অপশন্সের দিকেও গ্রাহকদের ঝোঁক দেখা যাচ্ছে। গ্রাহকরা তাদের কেনাকাটায় মোবাইল, ফার্নিচার, লার্জ অ্যাপ্লায়েন্সেস ও ইলেক্ট্রনিক্সের ক্ষেত্রে ইএমআই সুবিধা নিতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *