ভারতের বিদেশমন্ত্রক দপ্তরের বিশেষ দায়িত্বে যোগ দিলেন শিলিগুড়ির দ্যুতিময় শীল

ভারতের বিদেশমন্ত্রক দপ্তরের বিশেষ দায়িত্বে যোগ দিলেন শিলিগুড়ির দ্যুতিময় শীল । শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা দ্যুতি দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি করতেন । কিন্তু শিলিগুড়িতে বেড়ে ওঠা এবং পড়াশোনা করা ছেলেটি দেশের জন্য কিছু করার তাগিদ ছিল অল্প বয়স থেকে । তাই এবার দেশের বিদেশমন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে চাকরি পেয়ে হাতছাড়া করলেন না দ্যুতিময় ।গত ১ অক্টোবর ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পদে যোগ দেন তিনি। ভারতের রাষ্ট্রপতি এই নিয়োগপত্র তুলে দেন তার হাতে ।

দ্যুতিময়েরস্কুল জীবন কেটেছে শিলিগুড়ির ডন বস্কো স্কুলে পরবর্তীতে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন। ছোটো থেকেই আগ্রহ ছিল আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে। তারপরই দিল্লীর জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াকালীন ইংল্যান্ডের ‘লন্ডন অফ ইকোনমিক্স’ থেকে মাস্টার্স করার সুযোগ পান। পরবর্তীতে তিনি বিদেশ নীতির পরামর্শদাতা হিসেবে ব্রিটিশ কমিশনে যোগদান করেন। পরবর্তীতে কর্মক্ষেত্রে নিযুক্ত থাকাকালীন ভারত সরকারের মিনিস্ট্রি অফ এক্সটারনাল অ্যাফেয়ার্সে কনসালট্যান্ট হিসেবে ১ অক্টোবর নিযুক্ত হন।ভারতের বিদেশ মন্ত্রকের দায়িত্ব পেয়ে খুশি দ্যুতিময়ের বাবা-মা।শিলিগুড়ির ছেলের এই সাফল্যে লোকমুখে এখন সর্বত্র দ্যুতিময়ের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *