করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য একাধিক দেশে রিসার্চ চালাচ্ছেন বিজ্ঞানীরা ৷ এখনও অবধি ব্রিটেনে এই ভ্যাকসিন আবিষ্কারের কাজ সবচেয়ে গঠনমূলক জায়গায় পৌঁছে গেছে ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের AZD1222 ভ্যাকসিনের ট্রায়ালে প্রমাণিত হয়েছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব বিস্তার করছে এই ভ্যাকসিন ৷ এই ভ্যাকসিন AstraZeneca কোম্পানি তৈরি করবে ৷ ভারতীয় কোম্পানি সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এই প্রকল্পের অংশীদার ৷ তারা শুধু এই প্রকল্পের অংশীদার তাই নয়, এই ভ্যাকসিনের ভারতে ট্রায়ালও তারা শুরু করতে চায় ৷ বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (SII)-র প্রধান অদর পুনাওয়ালা বলেছেন AZD1222 প্রথম পর্বের পরীক্ষায় দারুণ ফলাফল এসেছে ৷
ভারতের মানুষদের ওপর এর সফল পরীক্ষণ হলে ভারতীয়রাও এই মারণ রোগ থেকে মুক্তি পাবে ৷ সিরম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ তৈরি করবে ৷ এর ৫০ শতাংশ ভারতে ব্যবহারের জন্য হবে ৷ আর বাকি ৫০ শতাংশ মধ্যম আয়যুক্ত দেশের জন্য ব্যবহার করবে ৷