ভয়াবহ ধস উত্তরাখণ্ডে

ফিরল আটবছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে মেঘ ভাঙা বৃষ্টিতে ভাসল উত্তরাখণ্ড৷ মেঘভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। হিমবাহ ভেঙে ঋষিগঙ্গা নদীতে পড়ে যাওয়ার পরে এই দুর্ঘটনা ঘটে। জলের তোড়ে পাঁচটি সেতু নিশ্চিহ্ন হয়ে গিয়েছে৷ চামোলিতে চলছে উদ্ধারকাজ। প্রায় ৬০০ সেনা বন্যা বিধ্বস্ত এলাকায় উদ্ধারকার্য চালাচ্ছে৷

এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর মিলেছে৷ নিখোঁজ ১৭০ জন৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা৷ হড়পা বানে সম্পূর্ণ ভেসে গিয়েছে উত্তরাখণ্ডের তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্লান্টটি৷ হড়পা বানে কমপক্ষে ১৮০ টি ভেড়া এবং ছাগল ভেসে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *