ভয়াবহ দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়া

দাউদাউ জ্বলছে ক্যালিফোর্নিয়া। গত কয়েক দিন ধরেই চলছে এই অগ্নিকাণ্ড। প্রথমে অরণ্যে আগুন লাগলেও, পরে অসংখ্য এই আগুন ছড়িয়ে পড়েছে এই আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্য গভর্নর গ্যাভিন নিউসম ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, ক্যালিফোর্নিয়ার এমন দাবালন নতুন নয়। প্রতি বছরই হয়। কিন্তু তার ব্যাপকতা এতটা থাকে না কখনও।

এই পরিস্থিতিতে আগুন নেভাতে গিয়ে মারা গিয়েছেন এক উদ্ধারকর্মী। তিনি হেলিকপ্টার নিয়ে আগুন নেভাতে গিয়েছিলেন। আগুনের তাপে ঝলসে মারা যান মর্মান্তিক ভাবে। ৩০ জনের বেশি দাবানল কর্মী এবং স্থানীয় বাসিন্দা আহত হয়েছেন। তবে হতাহতের প্রকৃত সংখ্যাটা এখনো জানা যায়নি। কয়েক হাজার মানুষকে এরই মধ্যে পার্শ্ববর্তী সান ফ্রান্সিসকোতে সরানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *