আর কিছুদিন পরই আসতে চলেছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিস্টমাস বা বড়দিন। এই উৎসবেও থাবা বসাতে চলেছে করোনা মহামারী। ওই উৎসবের মরশুমে যাতে করোনা ছড়িয়ে না পড়ে সেই কারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডসের পুলিশ।
পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে বড়দিনে কোনও উৎস করা যাবে না। বাড়ির বাইরেও যাওয়া চলবে না। এই নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পুলিশ আধিকারিকেরা। সরকারের উপদেষ্টা সংস্থা জানিয়েছে, এই উৎসবের মরশুমে করোনা আক্রান্তের সংখ্যা, তাই এমন সতর্কবার্তা জারি করেছে।