ভোটের দিন ঘোষণা না হলেও রাজনৈতিক দল প্রচার চালাচ্ছে জোরকদমে। প্রচারের হাতিয়ার হিসেবে ডিজিটাল প্লাটফর্ম গুরুত্ব পাচ্ছ। এবার ভোটের আগে সাধারণ মানুষের আরও কাছে পৌঁছোতে চলতি মাসের ৪ তারিখে তৃণমূলের নয়া হাতিয়ার এল ‘দিদির দূত’। ‘দিদি’ অর্থাৎ মমতা ব্যানার্জির সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য এই অ্যাপ চালু করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি কথা বলা যাবে দিদির সঙ্গে।
প্রকাশ পাওয়ার কিছু দিনের মধ্যেই ‘রেকর্ড’ গড়ল তৃণমূলের অনলাইন অ্যাপলিকেশন (অ্যাপ) ‘দিদির দূত’। চালু হওয়ার ৮ দিনের মধ্যে প্রায় ১ লক্ষ মানুষ ব্যবহার করছেন “দিদির দূত” অ্যাপ। এমনটাই দাবি তৃণমূলের তরফে।