স্ত্রী ও মেয়েকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, তারপর তাঁদের তুলেও নিয়ে গিয়েছে তৃণমূল দুষ্কৃতীরা, এমনই অভিযোগ তুললেন দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি-র বুথ সভাপতি দেবনাথ প্রামাণিক। তাঁর অভিযোগ, ‘‘সোমবার রাত থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় ব্যপক বোমাবাজি করতে শুরু করে। চলে গুলিও। পরিস্থিতির অবনতি হওয়ায় আমি বাড়ি থেকে কোনওমতে পালিয়ে যাই। তারপর থেকে ফিরতে পারিনি। ভোটও দিতে পারিনি।’’
সোমবার বাড়ি থেকে কোনওমতে পালিয়ে তিনি নিরাপদ স্থানে চলে যান। ভোটের দিন, অর্থাৎ মঙ্গলবার তাঁর মেয়ে ফোন করে পরিস্থিতির কথা জানায়। দেবনাথ জানিয়েছেন, ‘‘মেয়ে বলেছিল টানা গুলি চলছে বাড়ির চারিদিকে।’’ তারপর থেকে একাধিকবার ফোন করেও স্ত্রী ও মেয়েকে পাননি তিনি। অন্য সূত্রে তিনি খবর পান, স্ত্রী ও মেয়েকে অপহরণ করেছে দুষ্কৃতীরা।
খবর পাওয়া যায়, মেয়ে এবং স্ত্রী দু’জনেই প্রাণ ভয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন। তাঁরা আশ্রয় নিয়েছিলেন একটি ধানক্ষেতের মধ্যে। মঙ্গলবার দুপুর পর্যন্ত টানা বোমা, গুলি চলেছে বলেই অভিযোগ করেছেন তাঁরা।