বেশি ভাড়া নেওয়ার অভিযোগ অটো-ম্যাজিক গুলির বিরুদ্ধে

লকডাউনের পর থেকে আচমকাই অটো চালকরা ভাড়া বেশি নিচ্ছে এমনটাই অভিযোগ আলিপুরদুয়ারের কালচিনি এবং জয়গাঁও রুটে। যাত্রীদের অভিযোগ আলিপুরদুয়ারের বেশিরভাগ রুটে অটো-ম্যাজিক গুলি ডবল ভাড়া নিচ্ছে । না দিতে চাইলে রাস্তায় নামিয়ে দিয়ে যাত্রীদের দুর্ব্যবহার করে বলে অভিযোগ।

কালচিনি থেকে আলিপুরদুয়ারের ভাড়া ৩০ এর জায়গায় ৬০ টাকা হয়ে যায় ওপরদিকে কালচিনি থেকে জয়ঁগা ওবধি ভাড়া ছিল ৩০ টাকা লকডাউনের সময় ঐ ভাড়া ৫০ থেকে ৬০ টাকা হয়ে যায় কিন্ত আনলক পর্বে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হলে আগের মতন অটো ও ম‍্যাজিক গাড়িতে বেশি পরিমাণে যাত্রী নেওয়া শুরু করে কিন্ত ভাড়া পরিমাণ কমেনি বর্তমানে ও ম‍্যাজিক চালকরা যাত্রী দের ৩০ টাকার জায়গায় ৫০ থেকে ৬০ টাকা ভাড়া উসুল করছে ।

এই বিষয়ে হ‍্যামিল্টণগঞ্জ কালচিনি ম‍্যাজিক ইউনিয়নের পক্ষ থেকে দীপঙ্কর সাহা জানান লকডাউনের সময় প্রথম অবস্থায় ভাড়া দ্বিগুণ করে ষাট টাকা করা হয়েছিল কিন্ত এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিকের দিকে তাই এখন ভাড়া কমিয়ে ৪০ টাকা করা হয়েছে যদি কোনো ম‍্যাজিক চালক এখন ও কালচিনি থেকে আলিপুরদুয়ার ও জয়ঁগা ভাড়া ৬০ টাকা নিয়ে থাকে আমাদের কাছে অভিযোগ আসলে আমরা ব‍্যবস্থা গ্ৰহণ করব ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *