বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে বিডিও অফিসে, অভিযোগ বিরোধী দলনেতার

গাছ কাটাকে কেন্দ্রকে বিতর্ক বাঁধল মালদা বিডিও অফিসে। আর এই বিতর্কে নাম জড়াল খোদ বিডিও , জয়েন্ট বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি। স্থানীয় পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা নিতাই মন্ডলের অভিযোগ ব্লক অফিসে নিয়মবহির্ভুতভাবে মূল্যবান দুটি গাছ কেটেছে। এনিয়ে জেলাশাসককে অভিযোগ জানাল সেই বিরোধী দলনেতা।

বিরোধী দলনেতা নিতাই মন্ডলের অভিযোগ, অফিস চত্বরে একটি আকাশমনি এবং একটি শিশু গাছ ছিল। বড় ধরনের এই দুটি গাছের বর্তমান বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা।  রাতের অন্ধকারে তড়িঘড়ি এই দুটি গাছ কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। এছাড়া ব্লক প্রশাসন এবং তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ মানুষের কাজ না করা এবং বিরোধী দলের সদস্যদের অসহযোগিতার অভিযোগও তোলা হয়েছে।

যদিও এই অভিযোগ প্রসঙ্গে পুরাতন মালদার বিডিওর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি । তবে তৃণমূল পরিচালিত পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতি জানিয়েছেন, এই ধরনের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। ব্লক প্রশাসনের বিরুদ্ধে চক্রান্ত করে এই ধরনের অভিযোগ তোলা হয়েছে। সাধারণ মানুষের নানান প্রকল্পের সুযোগ-সুবিধা ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির তরফ থেকে নিয়মমেনেই করা হচ্ছে। কিন্তু ব্লক প্রশাসন এবং তৃণমূলের বদনাম করতে বিজেপি এই ধরনের ষড়যন্ত্র করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *