বুথ এজেন্ট এর ভূমিকায় স্বয়ং পঞ্চায়েত প্রধান ।বূথের ভিতরে বসে ভোট প্রভাবিত করছেন। এমনি গুরুতর অভিযোগ সংযুক্ত মোর্চা প্রতিনিধির। আর যাকে ঘিরে এত অভিযোগ তিনি হলেন মালদার রতুয়া 2 নং ব্লকের তৃণমূল পরিচালিত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিবি সেরিনা। তার স্বামী এলাকার দাপুটে তৃণমূল নেতা মোহাব্বত আলী। আমাদের ক্যামেরায় উঠে আসলো সেই ছবি। মালতিপুর বিধানসভার অন্তর্গত 148 নম্বর কুমারগঞ্জ হাই স্কুল বুথে এজেন্ট এর ভূমিকায় বসে রয়েছেন প্রধান বিবি সেরিনা। ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে নির্বাচন কমিশনে। তবু কোনো হেলদোল নেই। বহাল তবিয়তে এজেন্ট রূপে গ্রাম পঞ্চায়েত প্রধান। বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার এর আমতা-আমতা উত্তর এজেন্ট যে পঞ্চায়েত প্রধান তা তিনি জানতেন না। অভিযোগকারীর দাবি প্রধান বুথের ভেতরে বসে তৃণমূলের হয়ে ভোট করছেন। আর এখানে পুরো সিস্টেমটাই শাসকদলের হয়ে দালালী করছে।