বিহারে ফের লকডাউনের প্রস্তুতি

করোনা সংক্রমণ যে গতিতে বেড়ে চলছে তা দেখে বিহারে ফের একবার লকডাউন জারি করা হতে পারে ৷ করোনা আক্রান্তের সংখ্যা একধাক্কায় বেড়ে ১৭৪২১ হয়ে গিয়েছে ৷ সংক্রমণে মৃত্যু হয়েছে এক চিকিৎসকের ৷ সোমবার ৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে পটনাতে ৷ স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে সোমবার ১১১৬ করোনা আক্রান্ত হয়েছেন ৷ পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ ৷

এই নিয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার উচ্চস্তরের বৈঠক ডেকেছে বিহার সরকার ৷ বৈঠকে উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ খতিয়ে দেখা হবে রাজ্যের করোনা পরিস্থিতি ৷ তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী শৈলেশ কুমারও করোনা পজিটিভ বলে জানা গিয়েছে ৷ নিজের কেন্দ্রে পরিস্থিতি দেখতে গিয়ে দলের কর্মীর সংস্পর্শে আসেন তিনি ৷ আপাতত নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন শৈলেশ কুমার ৷ বিহারের মুখ্য সচিব দীপর কুমার জানিয়েছেন সম্পূর্ণ লকডাউনের জারি করার বিষয় পর্যালোচনা করে দেখা হবে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *