ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারে, সেখানে সালিশি সভায় এক আদিবাসী মহিলাকে নগ্ন করে মারধরের অভিযোগ উঠল গ্রামের কয়েকজনের বিরুদ্ধে। শুধু তাই নয় মোবাইল ফোনের রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো, ভিডিও ক্লিপটি ভাইরাল হতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকেই ওই মহিলা নিখোঁজ। ভিডিও ক্লিপটি সত্যতা যাচাই করেই, তারপর তদন্ত নামে কুমারগ্রাম থানার পুলিশ। এরপরই তিন যুবককে আটক করে পুলিশ। অভিযুক্তদের আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এবং তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু এখনও প্রশ্ন উঠছে কেন ওই সালিশি সভা? আলিপুরদুয়ার কুমারগ্রাম ব্লকে খোয়ারডাঙ্গা চেংমারি গ্রামের আদিবাসী মহিলার সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ। শনিবার রাতে এই নিয়ে সালিশি সভা ডাকে গ্রামের কর্তারা, সেখানেই ওই মহিলাকে হেনস্থা করা হয় এবং সেই হেনস্তার ভিডিও ভাইরাল করা হয়। এখনো বাকিদের খোঁজ করছে পুলিশ। যদিও জেলার পুলিশ সুপার ড. ভোলানাথ পান্ডে এই বিষয়ে কোন মুখ খুলতে চায়নি।