তপসিয়ার দাতাবাবা এলাকার একটি রাসায়নিকের গুদামে বিধ্বংসী অগ্নিকান্ড ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। আগুন লাগার পরেই দ্রত ঘটনাস্থলে পৌঁছেছেন দমকলমন্ত্রী সুজিত বসু এবং মন্ত্রী জাভেদ খান। দমকলের ৭টি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছে।
দমকল সূত্রে জানা গিয়েছে, প্রথম আগুন লাগে রাসায়নিকের গুদামে। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন চড়িয়ে পড়ে। মাত্র কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় সংলগ্নও বস্তির ঘরগুলিকে। এই ঝুপড়িতে প্রায় ২৫০টি পরিবারের বসবাস। সেই সব পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।