প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ-র উপর হামলার ঘটনায় মূল অভিযুক্তদের একজনের দোকান ছাড়াও যে ক্লাব থেকে হামলা করা হয় তা ভেঙ্গে দিল পুর কর্তৃপক্ষ। শনিবার সকালে পৌরসভার কর্মীরা বুলডোজার দিয়ে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় থাকা বয়েজ ক্লাব ও পাশেই থাকা একটি মোবাইলের দোকান ভেঙে দেয়। উল্লেখ্য গত ৬ মে শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় তৃণমূল নেতা প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ-র উপর হামলা চালানো হয়। অভিযোগ ওই ক্লাব থেকে লাঠিসোটা নিয়ে বেশ কয়েকজন তার উপর আক্রমণ করে। তাকে বিভিন্ন ভাবে আঘাত করা ছাড়াও তার হাত ভেঙ্গে দেওয়া হয়। তার দুই নিরাপত্তারক্ষীও আক্রান্ত হয়। টানা একমাস কলকাতায় চিকিৎসার পর উদয়ন গুহ দিনহাটা ফিরে আসেন।