কলকাতা: ভোটের হাওয়া বইতে শুরু করেছে রাজ্য জুড়ে। আজ থেকে প্রশাসনিক ও রাজনৈতিক দুই ধরণের সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে আরও গতি আসবে জেলায়। একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধনের কর্মসূচি রয়েছে তাঁর। প্রশাসনিক আধিকারিকদের সামনেই আদিবাসী এলাকা ও জঙ্গলমহল এলাকায় কি কি ধরণের কাজ হয়েছে। রাজ্য সরকার কি কি পরিকল্পনা করছে তা নিয়ে যাবতীয় আলোচনা হবে। করোনা টিকা বন্টন নিয়ে রয়েছে প্রধানমন্ত্রীর সাথে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক।
বিধানসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেছে
