বিধানসভা নির্বাচনে বাংলায় বাজিমাৎ করতে চায় বিজেপি

কলকাতা: বিহারে জয় বিজেপির। তাই এবার টার্গেট বাংলা। মমতার হাত থেকে বাংলা কাড়তে কোনও ফাঁকই রাখতে চায় না বিজেপি। নির্বাচনকে সামনে রেখেই বড়সড় রদবদল বিজেপিতে।

সম্প্রতি বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে এখন রাষ্ট্রপতি শাসন দরকার নেই। তাঁর বক্তব্য, ”৩৫৬ ধারা জারির আর দরকার হবে না, ততদিনে সরকারই বদলে যাবে।”

এতদিন পর্যবেক্ষক হিসেবে বাংলার দায়িত্ব সামলেছেন কৈলাশ বিজয়বর্গী। এখনও তাঁর উপরেই আস্থা রাখছে বিজেপি নেতৃত্ব। পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন তিনিই। তবে এবার তাঁর সহযোগী হিসেবে বাংলায় কাজ করবেন বিজেপির আইটি সেলের চিফ অমিত মালব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *