অধিবেশন শুরুর আগেই ধুন্ধুমার কাণ্ড বিধানসভায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার দাবীতে বুধবার বিধানসভা গেটের সামনে বিক্ষোভ দেখান পার্শ্ব শিক্ষকরা। সম কাজে সম বেতনের দাবিতেই এদিনের বিক্ষোভ। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা চত্বর। বিক্ষোভকারীদের সকলেই মহিলা। পুলিশি নিরাপত্তা উপেক্ষা করে বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখালেন কয়েকশো শিক্ষক৷
বিধানসভা চত্বরে ধুন্ধুমার কাণ্ড
