বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি পদে মুকুল রায়

রাজ্যের বিধানসভা ভোটের আগে বড়সড় রদবদল । বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির পদে আনা হল বাংলার মুকুল রায়কে। আর এভাবেই বাংলাকে চমক দিল কেন্দ্রীয় বিজেপি কমিটি । দীর্ঘদিন ধরে মুকুল রায়কে নিয়ে নানা জল্পনা কল্পনা চলে ।

আজ সমস্ত জল্পনা কল্পনায় জল ঢেলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দলে বসিয়ে রাজ্যকে নতুন বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। দীর্ঘ দিন নীরবে দলের জন্য ঘুঁটি সাজিয়েছেন । লোকসভা ভোটে বাংলায় বিজেপির অবস্থান বদলে দিয়েছে তাঁর কবজির জোর। এবার সেই সাফল্যেরই পুরস্কার পাচ্ছেন মুকুল রায়।

শনিবার মুকুল রায়কে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে বেছে নিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। পাশাপাশি যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অভিষিক্ত হয়েছেন অনুপম হাজরাও। জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব পেলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *