বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা

দীর্ঘদিন ধরে প্রশাসনকে অভিযোগ জানানোর পরেও কাজ হয়নি। দিনের ঝকঝকে আলোতেও অবাধে বালি তুলে বিক্রি করছিল কিছু মাফিয়া। কিন্তু অবশেষে বালির ট্রাক আটকে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি জলপাইগুড়ির যমুনা নদীর।বাসিন্দাদের অভিযোগ,বারবার বলা সত্বেও নিষেধ শুনছেন না বালি মাফিয়ারা।প্রশাসনের হস্তক্ষেপ চেয়েও কাজের কাজ কিছু না হওয়ায় ট্রলি ভর্তি বালি আটক করে বিক্ষোভ নদী পারের বাসিন্দাদের।

বাসিন্দাদের বক্তব্য, অবৈজ্ঞানিক পদ্ধতিতে বালি তোলায় গতিপথ পরিবর্তন করছে নদী।ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি জমি।ভাঙনের মুখে ধর্মস্থান।সকাল থেকে বিক্ষোভ চলে।পুলিশ,ভূমি দফতরের প্রতিনিধিরা না আসা পর্যন্ত আন্দোলন চলবে বলে দাবি বাসিন্দাদের।জলপাইগুড়ি সদর বিএলআরও বিপ্লব হালদার জানিয়েছেন খবর পাওয়া মাত্রই পুলিশকে জানানো হয়েছে।খোজ নিয়ে দেখা হবে। উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *