কৃষি আইন প্রত্যাহারের জন্য় ভারত বনধ ডেকেছে চাষীরা। এই বনধে সরকারি কর্মীদের বাধ্যতামূলক হাজিরা সম্পর্কিত নির্দেশিকা এবার জারি করেনি রাজ্য়। এবার অর্থমন্ত্রক কোনও নির্দেশিকা জারি করেনি। তবে বনধে যেসব স্থানে সমস্যা দেখা দিয়েছে, সেসব স্থানের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। রাস্তায় ঝামেলা এড়াতে ও যান চলাচল স্বাভাবিক রাখতে উদ্যোগী পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কলকাতা শহরের বহু অংশে পুলিশ-পিকেট করা হচ্ছে।
বনধে পরিস্থিতির ওপর নজর
