বঙ্গধ্বনি যাত্রার সূচনা ইসলামপুরের রামগঞ্জ এলাকায়

একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচি এবং প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরতে এবার আসরে নেমে পড়লেন উত্তর দিনাজপুরের তৃনমূল নেতৃত্বরা। এদিন উত্তরদিনাজপুরের রামগঞ্জ এলাকায় বঙ্গ ধ্বনি যাত্রার সূচনা করলেন ইসলামপুর ব্লক তৃনমূল কংগ্রেস প্রেসিডেন্ট জাকির হোসেন।এদিনের বঙ্গ ধ্বনি অনুষ্ঠানে রামগঞ্জ এলাকার ব্লক স্তরের সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মী ছাত্র যুবদের পাশাপাশি মহিলারা অনুষ্ঠানে যোগ দেন। পাড়ায় পাড়ায় ঘুরে নিজের হাতে তৃণমূল সরকারের বিগত 10 বছরের রিপোর্ট এবং নববর্ষের ক্যালেন্ডার হাতে তুলে দেন ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট নিজেই।

এদিন শুভেন্দু অধিকারী সহ দলের অন্যান্য তৃণমূল নেতা দল ছেড়ে যাবার বিষয়ে প্রশ্ন করা হলে জাকির হোসেন বলেন যারা চলে যাচ্ছেন তারা সঠিকভাবে দিদির আদর্শে অনুপ্রাণিত নয়।তারা কি আদৌ নীতি আদর্শের কারণে দল ছেড়ে যাচ্ছেন নাকি আর্থিক লাভের তাগিদে বিধানসভা নির্বাচনের আগে দল ছেড়ে যাচ্ছেন সেটা প্রশ্নের বিষয়। বিগত পাঁচ বছর ক্ষমতায় থেকে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে এখন নির্বাচনী পরীক্ষা দেওয়ার আগে যারা দল ছেড়ে যাচ্ছেন ধ্বংস হয়ে যাবেন বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *