বকরি ঈদের দিনে কোন লকডাউন হবে না পশ্চিমবঙ্গে

রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় গতকাল জানান, রাজ্যের করোনা পরিস্থিতি ভয়াবহ হওয়ার দিকে এগোচ্ছে। রাজ্যে গোষ্ঠী সংক্রমণও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছিলেন তিনি। আর এই কারণে ভাইরাসের সংক্রমণ শৃঙ্খলা ভাঙতে হবে বলে জানান তিনি।

এই বিষয়ে পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম  জানান, আগামী ১লা আগস্ট মুসলিমদের জন্য একটি বড় দিন। ওই দিন বখরি ঈদ পালন হবে। তাই ওইদিন রাজ্যে লকডাউন থাকবে না।

উনি জানান, পশ্চিমবঙ্গ একটি ধর্মনিরপেক্ষ রাজ্য। কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান লকডাউনকে ভুল বুঝিয়ে বিরোধিতা করছে। আমাদের সরকার ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। উনি আরাও জানান, রাজ্যে যেমন হিন্দুদের পূজা পার্বণে লকডাউন হবে না, তেমনই মুসলিমদের কোন ধর্মীয় অনুষ্ঠানে লকডাউন হবে না। একই ভাবে খ্রিষ্টান এবং বাকি ধর্মের মানুষের জন্য এই নিয়ম প্রযোজ্য থাকবে। আমরা সকল ধর্মকেই শ্রদ্ধা করি, তাই কোন ধর্মের মানুষকে আঘাত দিয়ে আমরা লকডাউন ডাকতে পারব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *