রবিবার রাতে ফের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল শিলিগুড়িতে। জানাগেছে শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড়ের কাছে দুটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। এদিন সোমবার সকালে ব্যাংকের কর্মচারীরা ব্যাংক খুলতেই বিষয়টি নজরে আসে।পুলিশকে খবর দেওয়া হয়।ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি থানার পুলিশ এবং পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানিয়েছে রবিবার ব্যাংক বন্ধ থাকায় রাতে ডাকাতির ঘটনা ঘটে। বিল্ডিংয়ে দুই ফ্লোরে দুটি ব্যাংকে চোরের দল ঢোকে। শাটার খুলে ব্যাংকের ভিতরে ঢুকলেও টাকা নিতে পারেনি। ব্যাংকের কর্মচারীরা জানিয়েছে বিল্ডিংয়ের বিদ্যুৎ কানেকশন বন্ধ করে দিয়ে সাবলজাতীয় লোহা দিয়ে তালা ভেঙেছে বলে তাদের দাবি। তারা জানিয়েছে ব্যাঙ্কের ভিতর একটি সাবল পাওয়া গিয়েছে। ব্যাংকের ভিতরের সিসিটিভি মুখ গুলিও ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য কিছুদিন আগেই কোর্টমোড়ের কাছে একটি ব্যাংকের ই-কর্নারে নিরাপত্তা রক্ষীকে অস্ত্রাঘাত করে লুঠের চেষ্টা চালায় কয়েকজন দুষ্কৃতী। পরপর শিলিগুড়ির বিভিন্ন ব্যাংকে ডাকাতি বা লুঠের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।