এবারে বিহারের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন সিদ্ধান্ত। বিহারের ইতিহাসে প্রথমবার, মুসলিমহীন মন্ত্রিসভা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। বিহার ক্যাবিনেটের ১৪ জন সদস্যদের একজনও মুসলিম সম্প্রদায়ভুক্ত নন। উল্লেখ্য, গতবার নীতীশ কুমারের মন্ত্রিসভার একমাত্র মুসলিম প্রতিনিধি ছিলেন খুরশিদ আলম। এবারের মন্ত্রিসভায় দলিত, যাদব, ভূমিহারা, ব্রাহ্মণ, রাজপুত সম্প্রদায়ের প্রতিনিধিরা রয়েছেন। নেই কেবল মুসলিম সম্প্রদায়ভুক্ত কোনও মন্ত্রী। গুরুত্বের নিরিখে দেখতে গেলে অধিকাংশ গুরুত্বপূর্ণ দপ্তরই রয়েছে বিজেপির হাতে। তবে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব নিজের হাতে রেখেছেন নীতীশ কুমার। সরকারের মুসলিম প্রীতি ছবি তুলে ধরছে বলে কটাক্ষ করেছেন বিরোধীরা।