ফের ডালখোলা থেকে বেআইনি মদ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর।

ডালখোলায় ফের বেআইনি মদের ঠেকে হানা দিয়ে বিশাল পরিমান বেআইনি ভেজাল মদ ,স্পিরিট উদ্ধার করল উত্তরদিনাজপুর জেলা আবগারি দপ্তর। আবগারি পুলিশ সূত্রে জানা গেছে ডালখোলা এলাকার দিপচর এলাকায় অভিযান।চালিয়ে বিদেশি লেভেল লাগানো নকল মদ, কাঁচা স্পিরিট সহ অবৈধ মদ তৈরির ড্রাম উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান এই নকল মদ তৈরি হয়ে পাচার হয়ে যায় বিহারে । বর্তমানে বিহারে মদ নিষিদ্ধ। পুলিশ জানিয়েছে ডালখোলা বিহারের কাছাকাছি হওয়ায় ওই নকল মদ চড়া দামে পাচার করার চক্রটি বেশ সক্রিয়। আবগারি দপ্তর এদিন গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে হানা দেয় ওই এলাকায়।

এই অভিযানে উপস্থিত ছিলেন কাকলি চন্দন,ওসি রায়গঞ্জ আবগারি দপ্তর ।তিনি বলেন , ”আবগারি দপ্তরের মালদা ডিভিশনের অডিশেনাল সুপারেনডেন্ট গৌতম দাস উপস্থিতিতে উত্তর দিনাজপুর আবগারি দপ্তরের তরফে অভিযান চালিয়ে ডালখোলা ভূষমনির স্থানীয় দীপচর এলাকা থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা বিদেশি লেভেল লাগানো ভেজার মদ ও কাঁচা স্পিরিট উদ্ধার করা।এরই সাথে মদ তৈরির বেশ কিছু যন্ত্রপাতিও উদ্ধার হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *