ফসলের দাম পাচ্ছে না চাষি

উত্তরের চাষীদের দুরবস্থা সেই তিমিরেই। ফসলের প্রাপ্য মূল্যের অভাবে মাঠেই সবজি খেতে ছাগল , গরু দিয়ে খাওয়াচ্ছে ফসল। এমনই ছবি ধরা পড়ল তিস্তাপারের বিস্তীর্ণ জায়গা জুড়ে ।

সূত্রের খবর, দুশো থেকে তিনশো টাকা ভ্যান ভাড়া দিয়ে হাটে বা বাজারে বাধা কপি নিয়ে গেলেও মিলছে না দাম। উঠছেনা ভ্যান ভাড়া। ফলে একপ্রকার বাধ্য হয়ে অসহায় কৃষকেরা ক্ষেতে গরু বা ছাগল দিয়ে খেত পরিষ্কার করছে।

কৃষকদের অভিযোগ, এবার এক থেকে দেড় কিলো সাইজের কফি পাইকারি বাজারে দু টাকা পিস হিসেবেও দাম পাচ্ছেনা । স্থানীয় বাসিন্দা বাপ্পা মাঝি নামে এক যুবক বলেন এর তার থেকে ঋন ধার করে ৪০ হাজার টাকা খরচ করে এবার প্রথম কফি চাষ করেছিলাম। কিন্তু এখন দড় না মেলায় আমার মাথায় বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। আমার পুরো ৪০ হাজার টাকাই লস হয়ে গেলো। কি ভাবে লোকের টাকা ফেরত দেব তা ভেবে আমার রাতের ঘুম হচ্ছেনা বলে জানান তিনি। এ প্রসঙ্গে জলপাইগুড়ি ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার অসীম চক্রবর্তীর সাথে যোগাযোগ করা হলে জানান সবজি চাষের ক্ষেত্রে খুব দুঃখজনক ঘটনা। পাশাপাশি তিনি বলেন জেলাতে কিছু সবজি স্টোর করার চিন্তাভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *