অল-নিউ নিসান ম্যাগনাইটের প্রোডাকশন আরম্ভ করার ঘোষণা করল নিসান ইন্ডিয়া। ‘মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড’ নীতি অনুসারে চেন্নাইয়ের ওরাগদাম প্লান্টে নিসান ম্যাগনাইটের প্রোডাকশন হবে ভারত ও বিশ্ববাজারের জন্য। অল-নিউ নিসান ম্যাগনাইটে থাকছে পাওয়ারফুল এইচআরএ০ ইঞ্জিন। নিসান ম্যাগনাইট বর্তমানে উপলব্ধ সর্বাধিক ফুয়েল-এফিসিয়েন্ট এসইউভি। এটি বিভিন্ন অপশনে পাওয়া যাবে, যেমন এক্সই (বেস), এক্সএল (মিড), এক্সভি (হাই), এক্সভি (প্রিমিয়াম)। নিসান মোটর ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর রাকেশ শ্রীবাস্তব জানান, একটানা উদ্ভাবন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার নীতি মেনে, এক্স-ট্রনিক সিভিটি, ক্রুজ কন্ট্রোল, ৩৬০-ডিগ্রি অ্যারাউন্ড ভিউ মনিটর ও নিসান কানেক্ট-সহ নিসানের সুপরিচিত টেকনোলজি ব্যবহার করে প্রতিটি পর্যায়ের নির্মাণ সম্পন্ন হচ্ছে।