সোমবার দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, গতকাল থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে এবং রক্তচাপও খুব কম। এই মুহূর্তে একটি বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসা করছেন। এখনও গভীর কোমা ও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রণববাবু।
গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মস্তিষ্কে জমাট বেঁধেছিল রক্ত তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন অনেকেই।