প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই

দক্ষিণ মুম্বাইয়ের কোলাবা এলাকায় ৪৬ বছরের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। এদিন মুম্বাই শহরের উপর দিকে ঘন্টায় সর্বোচ্চ ১০৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৯৭৪ সালের পর বুধবারই সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে মুম্বাই কোলাবা এলাকাতে।

এদিকে ভারী বৃষ্টিপাতে জল জমেছে শহরের রাস্তাঘাটেও। মুম্বাই ৩৪ টি রাস্তা, ৯ টি হাইওয়ে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। রাস্তার ওপর উপরে পড়েছে বহু গাছ, যেগুলি কেটে রাস্তা সচল করার কাজ চালাচ্ছেন মুম্বাই পুরসভার কর্মীরা। প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত বাণিজ্য নগরী মুম্বাই। বিপর্যস্ত হয়েছে জনজীবন। জরুরী পরিষেবা ছাড়া সমস্ত অফিস কাছারি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। খুব প্রয়োজন না পড়লে মুম্বাইয়ের বাসিন্দাদের বাড়ির মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *