প্রধানমন্ত্রী: ১৪ই আগস্ট পালিত হবে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’

দেশভাগের যন্ত্রণা পিছনে ফেলে আরো এগিয়ে যাবার পথে ভারত বর্ষ। রবিবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উদযাপন করতে চলেছে গোটা দেশ এই উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে বললেন, ” দেশভাগের যন্ত্রণায় কখনো ভোলা যাওয়ার নয়। ঘৃণা আর হিংসার জন্য আমাদের ভাই বোনেদের ঘর বাড়ি ছাড়তে হয়েছে এমনকি জীবন পর্যন্ত দিতে হয়েছে। সেইসব মানুষের বলিদান আর লড়াইকে মনে রাখতে ১৪ ই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনেকের মতে, এটা ঠিক যে দেশের বহু মানুষ এখনও দেশ ভাগের যন্ত্রণায় কাতর। এখনও তাদের পুরনো স্মৃতি বেদনা দেয়। কিন্তু হঠাৎই সরকারের তরফে এমন ঘোষণা কৌতূহল তৈরি করছে। বিশেষ করে পর্যবেক্ষকদের অনেকের মতে, বর্তমান সরকার যা কিছু ঘোষণা করে তার নেপথ্যে স্পষ্ট ও সুনির্দিষ্ট রাজনৈতিক কারণ থাকে। এমনিতেই লাভ জেহাদ থেকে শুরু করে মেরুকরণের কৌশলে সর্বভারতীয় রাজনীতি ভারাক্রান্ত। কংগ্রেসের এক নেতার কথায়, এই ঘোষণাতেই তেমনই ঘ্রাণ রয়েছে। দেশ ভাগ অবশ্যই বেদনাদায়ক ঘটনা। কিন্তু সেই স্মৃতি উস্কে দেওয়া আসলে আরও বিভাজনেরই কৌশলমাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *